পূর্বাভাস

পূর্বাভাস


জানি লালকার্পেটের ভিতে

ভাঙন ধরাতে সময়ের করাত শান দেয় রোজ।

তাই দেখ ২০১৩-

উন্মাদ হয়ে যাইনি এখনো।

এঁঠো শালপাতা চাটা বিমূঢ় সকাল শপিংমলের কাঁচে

প্রতিবিম্ব আঁকে প্রলাপের।

আমার সংলাপের সিঁড়ি

বেয়ে নীচে নামতে থাকে

স্লোগান বিচুর্ণ জেদ-

অবাঞ্ছিত মিছিলের শূন্য করিডোর ধরে

হেঁটে চলে যায় গোপন আঁতাত, পায়ে পায়ে।

লোকজন আসে, ভাষণে শাসনে সাইজ হয়ে

ঘরে ফেরে। রাত নড়বড়

খাটের কিনারে ভারতবর্ষের ভোর হয় লোকগণনায়।

তারপর ভোটার লিস্টে গণতন্ত্র লেখে তার নাম।

আমাদের চিরকুটে অনেক আষাঢ়ে গল্প নবান্নের চিত্রনাট্যের খসড়া নিয়ে।

এখনো শালবীথি হেমন্তের সন্ধ্যায় বন্দুকের নলে

স্বপ্ন ঝরালে

ঝড়ের অনেক পূর্বাভাস ঠিকমতো মেলানো

যেতো তাহলে। 

(০৫/০৬/১৩)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন