প্রজেক্ট ম্যানহাটন

প্রজেক্ট ম্যানহাটন


অগণন মানুষের মৃত্যু এসে

ইতিহাসের পাতায় জীবিত ও মৃতের স্তূপে

হৃদয় ম্লান করে দিয়ে ফিরে চলে যায়।

স্মৃতিফলকের গায়ে মানুষের নাম তবু

মৃত্যুর ব্যাথা নিয়ে উঠে দাঁড়ায়।

অন্ধকার বিস্ময়ে স্থির নেত্রে

শেষ বারের মতো প্রতিদিন মোম জ্বালায়

অগণন মানুষের মৃত্যুর জ্বালা নিয়ে

যে শিশু আজও জন্মায়,

মানুষের ঘরবাড়ি  নিশ্চিত আরাম কেদারায়

তারও বুকে ক্ষোভ জমে যদি সকাল সন্ধ্যায়?

অনন্ত রাত্রির গর্ভে

কোনো মানবিক আলোর ভ্রূণ যদি সাঁতরায়- মাথা ঠোকে

লুম্বিনী কিংবা বেথেলহেমের বন্ধ দরজায়?

সৃজনের ব্যর্থ আরতি

আজকের ভয়াবহ সময় ছেঁচে যদি আনে ভালোবাসা।

আবার মানবিক প্রেমের প্রত্যয়।

রাত্রি কাটবে কি তবু

নাগাসাকি কিংবা অগণন হিরোশিমায়?

 

(০৬/০৮/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন