পাণ্ডুলিপির আয়োজন

পাণ্ডুলিপির আয়োজন


পাণ্ডুলিপির বুনো গন্ধে গুমোট আকাশের রঙ

লেগে আছে ১৪২০র সংস্করণে কবি

নিস্তব্ধ সমস্ত শিশির নীরব দৃষ্টির প্রদীপে

অক্ষর পায়ে চলেছে

ভালোবাসার নারীর আঁতুরে

পৃথিবীর সমস্ত অন্ধকার হাতড়ে

নবজাতকের আলোয় ফেরার মতোন,

তোমার ছন্দে সুর লাগলে প্রেমের;

প্রেয়সীর মুখ পানে চেয়ে দেখো

কার্তিকের সূর্যে নবান্নের রং লেগে আছে

নালান্দার পুঁথি কাটা কীটের দংশন থেকে

পাণ্ডুলিপি রক্ষার- সরকারী কমিটির ফাইল পড়ে থাক

তোমার সোনালী ধানে নবান্নের ভোজে

নিরন্নের নিমন্ত্রণ থাক বরং

আদিম অরণ্যের বুকে

মানুষের প্রথম প্রেমের মতোন আলো হোক পাণ্ডুলিপি কবি

অক্ষর জুড়ে জরায়ুর অন্ধকার রসবতী হোক

প্রেমের প্রথম  সংলাপে আজ.......১৪২০

 

(৩০/০৫/১৩)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন