পাখির নীড়ের মতো নয়

পাখির নীড়ের মতো নয়


বিদিশার নিশায় তোমার মুখে

 শ্রাবস্তীর কারুকাজ দেখার মতো দৃষ্টি

নেই মেয়ে চোখ ভরা দুই চোখে!

পাণ্ডুলিপির আয়োজনে

স্মৃতি রাখেনি সুখ নিঃশ্বাস!

কোনো রমণীর আঁচল ঝর্ণা হয়ে নামেনি

বিশ্বাসের স্থির বিন্দুতে!

সামুদ্রিক জলচ্ছ্বাসের মতো সোহাগী ঢেউ এসে

 আছড়ে পড়েনি দিনের অলিগলিতে!

বিম্বিসার অশোকের জগতের বনেদী নুপুর বাজেনি

রোজকার চৌকাঠে!

কিংবা ধর সুজাতার পরমান্নে

আলোকিত হল না বোধিবৃক্ষের বেদী!

নির্গুণ তপস্যার মায়ামৃগ

হরিণীর স্বপ্নের মতো,

জীবন এল গেল, হল না রমণ!

সব নদী ফুরিয়েও রয়ে যায় দহ!

সমুদ্রের গর্জন থেকে

নাগরিক কোলাহলের প্রদাহে

তোমার মুখের মত মেয়ে

পাখির নীড়ের মতো চোখ

তুলে বলনি কোনো দিন

এত দিন কোথায় ছিলেন?

 

 (২৬/০৭/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন