অভ্যর্থনা

 

 

অভ্যর্থনা

 

একরাশ উত্তেজনার নিকষ কালো রাত নিয়ে

তোমার দরজায় পা রেখেছি।

তোমার অবকাশ নেই বলবে।

হৃদয়ে অন্য পুরুষ ঘর বেঁধেছে

ভালোবাসা প্রেমের ককটেলে।

রোজকার ব্যবহারে সূক্ষ্ম লগ্নগুলির মোচোড়ে দেখো

আর সে বিস্ময় নিয়ে উকিঁ দেয় না ভোরের সকাল।

সূর্যগলা সান্ধ্যবাসরে তোমার মুদ্রায় কই সেই ঢেউ।

শরীরপ্লাবী অনাদী অতীতের

সাত সমুদ্র তেরো নদীর জোয়ারে

আর তো ভেজে না যৌবন তট।

তবু তোমার একবর্ণ দিনে

রামধনু অর্ডার দিয়ে যে অপেক্ষা তোমার।

দেউলিয়া আটপৌরে সাজে শরীর জুড়োনো

এক ভূবন রঙ নিয়ে দেখ আমি তোমারই দূয়ারে।

 

আমিও তোমারই মতো। শুধু...

ফুরিয়ে ফুরিয়ে এসেও শরীরের ভাটায়

উজান ঠেলেছি নতুন সহযাত্রিকের অভ্যর্থনায়।

তুমিও এসো।

 

(২৬/১০/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন