অভিমানে নষ্ট সময়

 

 

অভিমানে নষ্ট সময়

 

অভিমানে নষ্ট সময়

আয়ু ভেঙ্গে ভেঙ্গে জল হয় মাথার ঘাম

হতবাক পায়ে।

বলির পাঁঠার মতো ভালোবাসা

কুপোকাৎ প্রেমে।

হাঁটা পথে পায়ের নীচে দুলে ওঠে

প্রত্যয়ী সেতু।

বরাভয় নেই আজ আর।

মরচে পড়া বিশ্বাসের ভিতে আশ্বাস

ভাঁড় হয়ে হাসে।

ওগো মেয়ে,

প্রসূতি সদন থেকে বুকের দুধে-

যে শিশু হামাগুড়ি দিয়ে

একবার দাঁড়িয়ে ওঠে।

সেও যেন

হাতের রেখায়-- অবচেতনে

বারবার বারবার কেঁপে কেঁপে ওঠে।

 

গলাজলে ডুবে আছি অভিমানী বিষে।

রোদ্দুরে ওম নেই আর।

জ্যোৎস্নায় আলো।  তৃষ্ণার্ত মরিচিকা

আশেপাশে থাকে।

নীলকণ্ঠের দেখা নেই।

লজ্জিত বিবেকের নড়বড়ে ভিতে:

সেও যেন ম্রিয়মান

সময়ের দাবি মেনে নিতে।

 

(১৫/০৪/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন