অরুপরতন আশা করে

 

 

অরুপরতন আশা করে

 

কোথায় পাবো তারে বলে

ক্ষাপা খুঁজে ফিরেছে অরূপরতন

 ভালো লাগা থেকে ভালোবাসার সব মননে

ঝকঝকে হাই প্রোফাইল থেকে আটপৌর ভ্যানিটিতে

তবুও এক আকাশ আকাঙ্খার তিমিরে

এক গণ্ডুষ আলোও পড়ে নি

কোনোদিন কোথাও কোনোভাবে

সকালের আজান থেকে সন্ধ্যাহ্নিকের কোষাকুষি

এক ঝিনুক শান্তিই কি দিল?

সব মন্ত্র বিফলে গেলে তখনোই এঁকে নেওয়া ভালো ঈশ্বর

নয়তো মানব জন্ম

কেবলই শারীরীক ক্রিয়া প্রতিক্রিয়া

 আড়ালে আবডালে

 

তাই অবগুণ্ঠন খোলার সময় এবার এল

 অপ্রসন্ন মুখটি তোমার তোল

এসো, ভেবে নেওয়া যাক বরং: সেটাই অনেক ভালো-

এ মায়া প্রপঞ্চক বড়ো

ছল করে সখী জল এনে সারা ঘড়া ভল না তবু

তবু এ বাঁশি যে শুনেছে

সেই খুঁজেছে অরূপরতন

আর জীবনের মানে

 

(১১/০৯/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন