অমৃতকুম্ভের সন্ধানে

 

 

অমৃতকুম্ভের সন্ধানে

 

বিষাক্ত নদীর ঢেউ ভেঙ্গে আহত পথে

নারীর কাছে এসেছি

অমৃতকুম্ভের সন্ধানে।

এখানে আসমুদ্রহিমাচল ষড়ঋতুর আবর্তন।

শষ্যমুখ পৃথিবীর বয়সিনীর  মতো হৃদয়ের সবুজে

কেবলই প্রেমের পলাশ দোলে।

কৃষ্ণচুড়া আদর দুহাত বাড়ালে

সকালের রোদ

আজও সহাস্যে কথা বলে।

এখানে সান্ধ্য জলসার আসরে

ঊর্বসীর বিভঙ্গে মহাকাব্য।

মৃদঙ্গে নোবেল শান্তির বার্তা।

নূপুরের তালে সমস্ত মিছিলের ইতিহাস

সংগ্রামের আলপনা হয়ে ফোটে।

এখানে প্রতিশ্রুতির ভোকাট্টা ঘুড়িটা

ব্যাথা আর উপশমের পার্থক্য বুঝতে পারে।

এখানে ক্রুশবিদ্ধ যীশু বিমুগ্ধ আন্তরিক সংলাপে।

শিশুর সহজপাঠ থেকে

সংবিধানের ধারা

নারীর ওমে ভিজিয়ে নিলে

এখনো বলা যায়, তুমি সুন্দর। আমি ভালোবাসি।

 

(৩১/০৫/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন