অভিসার

 

 

অভিসার

 

মনদূর্বার ঘরে শিশিরবিন্দুর মিছিল, যৌথরাত

প্রাত্যহিক গঙ্গাস্নানের মন্ত্র নিয়ে

ঘড়িতে দম দিচ্ছে আজকাল।

কানাঘুষায় গুজবের পাখা ওড়ে যদি

পরচর্চার সরস পরিসরে,

তবুও এসময়ে চক্ষুলজ্জায় কাটছাঁট করাই ভালো।

ম্রিয়মান সংবাদ শিরোনামে নয়,

বিতর্ক মুখে ওড়া যাক ফ্ল্যাশ লাইটের জৌলুসে।

সবুজ পৃথিবী অবুঝ তো নয়।

মানুষের ঘরবাড়ি রিপুর সংসারেই শুধু

মনু, থেকে থেকে থেকে সংহিতা আওরান।

শ্রাবণসন্ধ্যার আসরে পলাশবাসর

কৃষ্ণচূড়া রক্তিম করে দিলে দিক।

মাঝরাত ভরে অমাবস্যা না-হয় পাহারাই দেবে।

ঠিক। তোমার গোপন উষ্ণতার কৌটোয়

আমার স্বাক্ষর ধরা থাক, আকাশের উদাসীন নীলে

সমুদ্রের সফেন স্বাক্ষরের মতোন।

তারপর: কাল কি হবে, না হবে, দেখা যাক।

 

(১৬/০৫/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন