বোধোদয়

বোধোদয়

 

সুচেতনা যে পথে আলো জ্বেলে,

যে পথে পৃথিবীর ক্রমমুক্তি হবার কথা

সে পথ নিলামে উঠেছে কবে

হয়তো ইজারা পেয়েছে বণিকের দল কিংবা পাবে

অনেক শতাব্দীর বিপ্লব এখন তাদেরই তাঁবে

এ বাতাস যতটা সূর্যকরোজ্জ্বল ভাবা গিয়েছিল

ততদূর ভালো নয় মানব সমাজ

আমাদের মতো মূঢ় ক্লান্তিহীন ভাবুকের হাতে;

কিছুটা অলস সময় আর শীর্ণ পাণ্ডুলিপি

বিবর্ণ অন্তিম প্রভাতে সুচেতনা;

বুদ্ধ কনফুশিয়াসের মতো আমরা কেউ নই

এশতকে বিশ্বায়নের গানে মজেছি সবাই

এ জন্মের মত অনুভব যদি করে যেতে হয় কিছু

দেখিবে অগণন ভাঁড় শুধু চলিয়াছে শয়তানের পিছু

পৃথিবীর গভীরতর অসুখ ছাড়া নেই কোনো সুচেতন সঙ্গ

শাশ্বত রাত্রির বুকে চেয়ে দেখ কেবলই স্বপ্নভঙ্গ

 

 (১৮/০৮/১২)

 


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন