বুকপকেটে ছেঁড়া ফুটপাথ

বুকপকেটে ছেঁড়া ফুটপাথ

 

আসঙ্গ সঙ্গসুখের মৌতাত নয় বরং এক পোয়া চাঁদের আড়াল

রাত্রির গালে চুমু দিয়ে ছুটে চলে যায় শেষ ট্রেন

যন্ত্রনার মন্থনের মতো দূর্বার স্বপ্নগুলো

ভাঙ্গা টুকরোর প্রজাপতিগুলো

সবুজ শিশিরে দূর্বা বুনেছিল বুক পকেটেই

কোথাও ডুকরে কাঁদা মাস্তুলে

নাবিকের সম্ভ্রম চলে গেলে যেমনটা হয়

শেষ চিঠির পর

লজ্জিত প্রতীক্ষার সিঁড়ির শেষ ধাপের মতোন

ঠিক বিণ্ণ আকাশের একার গল্প নয়, তবু

এখানে এখনো কেবলি স্বপ্নভঙ্গ হয়

তবু তুমি চলে গেছ বলে আজ এ প্রভাতে

স্মরণবিন্দু এঁকে ডাকিনি তোমাকে

সমস্ত কথার শেষে নতুন কথা জমে গেলে

পায়ে পায়ে স্থবিরতা ভালো

বুক পকেটে ছেঁড়া ফুটপাথ বৃথাই ভরসা দেয় ঠিকানার

 

(কবি রত্নদীপার একটি লাইন থেকে লেখা)

(২৪/০৪/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন