বেওয়ারিশ

বেওয়ারিশ

 

আমাদের হাড়গোড় নিয়ে

যারা পড়ে আছি মাটির ভিতরে।

মিছিলে নেই। মিটিংএ নেই।

নেই গোপন বৈঠকে আর।

ভোটার লাইনের গুনতি মাথা থেকে

বাংলার রাতের অন্ধকারে

ভো কাট্টা

বেওয়ারিশ লাশ।

নিখোঁজের তালিকায় নাম লিখিয়ে নর কঙ্কালের

মাটির ভিতরে।

মাটির ভিতরে

গণতন্ত্রের ভিতের গভীরে।

এখন কথা হয় মাটির কানে কানে হৃদয় গহনে।

আমাদের হাতেও কত আহত নিহত মিছিল ফেরত।

কত নিখোঁজ,

কত ঘর থেকে টেনে আনা টাঙ্গির কোপ।

দিন বদলের গল্প এ নয়।

বদলার আগুনে দেশলাই হয়ে পুড়িয়ে পুড়েছি।

 

তবুও

এখনো সদরে উৎকর্ণ কান

কত সকাল রাত জেগে হিসেব রাখে তারিখের।

 

  শুধু

রক্তের রঙে মিলে যায় সব

পতাকার রঙ। ইস্তাহারের ঢং।

 

(০৭/০৪/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন