বৃষ্টিবিন্দুর ভিতর

বৃষ্টিবিন্দুর ভিতর

 

কিছু কিছু বৃষ্টিকণায় আঁকতে চেয়েছি

তোমার সারাৎসার অনিমিখ মধ্যরাতের বিজন প্রহরে

যে আলপনায় গর্ভফুলে ফল ধরে ভালোবাসার

তেমন কোজাগরী বাসনার নাভিমুলে বৃষ্টির মতো

ঝরাতে চেয়েছি পূর্ণিমার শ্রাবণ অবিরাম অবিরত

তোমার রূপদক্ষ দৃষ্টির উজানে

নৌকাবাইচে যারা ব্যস্ত

তাদের মিছিল দেখেছি

ঘোর অমানিশির ঘূর্ণিতে ডুবে যেতে

বিস্মরণের বিস্মৃতিতে

তাইতো সে পথ আমার নয়

যে অভিসারে দুটি হৃদয়

স্বর্গ মর্ত্য পাতাল এক করতে পারে

মধ্যরাতের ঘোর চুম্বনে

সেখানেই ঝরুক দুটি শ্রাবণ শরীর থেকে শরীরে

উষ্ণ প্রস্রবনের মন মাধুরীর কোজাগরী ঝুলন তিথিতে

শান্ত সহিষ্ণু; অবিশ্রান্ত বর্ষণেও সিক্ত মৃত্তিকার আনন্দে

সেইখানে তোমার জন্যে আমার হৃদয়

 

 (৩০/০৮/১২)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন