বেহূলার ভেলা

বেহূলার ভেলা

 

বয়সের গাছপাথর নিয়েই বসে আছি

সাঁতারের ওপর জল নেই জেনে

তবুও দু চোখে অঞ্জন

নিরঞ্জনের লগ্নে টিম টিম সন্ধ্যার আলোতে

গঙ্গার কোনো এক পাড়ে

এই সেই শতাব্দী প্রাচীন সহস্রাব্দের জলে হয়তো বা

পা ধুয়ে নিয়েছিলো সিরাজের সৈন্য সব

বাড়ি ফেরার কিছু আগে

যে পায়ে কার্ফিউ জারি ছিল

সেনাপতির হুকুমনামায়

সেইদিন আম্রকাননে পলাশীর অদুরে

 

কিম্বা তারও বেশ কিছু আগে বাংলার সবুজ মেয়ে

অবুঝ অভিমানে ডুব দিয়েছিল ভালোবাসায়

ভালোবাসার বুকে অন্তর্জলির সংবেদী সুরে

 

অথচ গোলাভরা ধান পুকুর ভরা মাছ

তেপান্তরের মাঠ এই দেশে

বেহূলার ভেলা ভেসেছিল একদিন

লখীন্দরের দেহ নিয়ে

আজও ভাসে কত ভেলা

লখীন্দর পড়ে থাকে

বেহুলার খোঁজ নেই আর

 

(১৭/০৫/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন