বোধিবৃক্ষের বেদীতে

বোধিবৃক্ষের বেদীতে

 

মহাপ্রস্থানের পর ছায়াসূর্য প্রলম্বিত

কবরের মধ্যে স্তব্ধ বিশুদ্ধ আগুন

মরা ঘাসের জঞ্জাল

 দিশাহীন অপাঙক্তেয় হয়ে পড়ে আছে পায়ে চলা পথ

অতীশ দীপঙ্করের পদধ্বনি নিয়ে পদচিহ্নের প’রে

সাম্রাজ্যের ইমারতের ভাঙ্গা ইটঁ

গোপন রক্ত লুকিয়ে লজ্জাবনত

ভোরের সূর্য রোদের রঙ সবটুকু সোনালী নয় তত

ফলন্ত শস্যের বীজে কঙ্কালের হাড়গোড় লেগে থাকে

সর্বহারা প্রণামী নিয়ে তপ্ত দুপুর

মানচিত্র একেঁ দেয় করোটিতে

কঠিন মাটির শুষ্ক দহন নিয়ে

বাতাসের ছন্দে মৃত্যুর নির্ঘোষ

তবু সেই সোনালী ভোর আনতে সকাল সকাল---

এক পা দু পা করে

দীপঙ্কর চলেছেন পদব্রজে

 

ক্ষীণায়ু এই সভ্যতা হয়তো তবু কবরে

ভালোবাসার ফুল ফুটবে

 

(মে দিবস)


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন