বিষাদসিন্ধু

বিষাদসিন্ধু

 

বিণ্ণ মোমবাতির নীচে পাণ্ডুর চাঁদ

অমাবস্যার ধ্যানে

কফিনের শেষ পেরেকের বিলাপে

এলবামের পাতা জুড়ে

আজও নাভিকুণ্ডের ওম

এখানে অজস্র শীততাপ নিয়ন্ত্রিত হৃদয়

খেলা করে যদিও আজকাল

স্তম্ভিত যমুনার নিস্তরঙ্গ জলের স্মৃতি

অনুবাদ করতে গিয়ে স্থবির কলম

যৌবনের পরপারে বুকের শাদা লোম জুড়ে

শূন্য ক্যানভাসে বিশীর্ণ গল্প

সম্পূর্ণ হয়নি আজও

বিষাদের আর এক নাম যদি হয়

দুটুকরো ছেঁড়া চিরকুটের মতো বিচূর্ণ প্রত্যাশা,

তবে প্রতিদিন মহাকাব্য হয়ে ওঠে জীবন

শাশ্বত জ্যোৎস্না ভেজা জলে

মন ডুবুরির সেতারে বিলম্বিত মালকোষে

ক্যামেরা চলেছে

ঢেউয়ের পর ঢেউ জুড়ে

শুধু প্রেমিক প্রেমিকার কাহিনী নয় এ পৃথিবী

বিষাদসিন্ধুর

এক বিপুল বিস্ময়

 

 (১৬/০৫/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন