মৃত্যুর ঘরবাড়ি

মৃত্যুর ঘরবাড়ি

 

সুস্থদিনের ভগ্নাবশেষ নিয়ে স্বপ্নের সলতে পাকানো

ম্রিয়মান ঠোঁটের হাসি পরিত্রাণের লোকশ্রুতির মতো

বেহুলার ভেলায়

লাল ভেলভেটের কারপেট যদি জনপ্রিয় অভ্যর্থনা দিতে পারে

মেরুনীল আকাশের সীমায়,

দিকচক্রবাল হয়ত ততটা অভিশপ্ত নয়

বনজোৎস্নার গল্পে ঈর্ষাতুর কবিখ্যাতি

দু একটা এডিশনের পরই বিরল প্রজাতি

তবুও জন্মের কার্যকারণে জোয়ারের রাত

ক্তের চৌকাঠে ঠায় বসে থেকে দেখেছে,

বীর্য পতনের শব্দে

কিছুটা ভালোবাসার ব্যকরণও আছে

অসংখ্য শব্দের ভিতর

প্রতিদিন নিস্তব্ধতার ক্রমিক বিন্যাসে

আমাদের স্বরূপ ফুটেছে

আত্মস্থ তথাগত আর ফেরননি তার বোধিবৃক্ষের কাছে

ডিভোর্সের সনদে স্বাক্ষর করে দেখেছি

হিরোশিমা নাগাসাকি

কত তুচ্ছ হয়ে গেছে

 

(২৫/০৩/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন