যখন বৃষ্টি নামল

যখন বৃষ্টি নামল

 

ঝিরিঝিরি বৃষ্টির অধরে

পয়ারের চুম্বন পাখা মেলেছে

আজ ১৪২০-র কবিসম্মেলনে

মৌসুমী মেঘের রঙে ঈশ্বরের ইশারায়

উতরোল আঁচল পাল তুলে দিক ভিজে চুলের স্বাক্ষরে

কবির অক্ষর জুড়ে তখন আদিম অরণ্যের বুকে

আপেল ফলবে

যৌবনের দুকূল ছাপিয়ে নদীর দিনলিপি

সঙ্গমের একান্ত আলাপে বিভোর হলে

হোক ক্ষতি নেই

সমুদ্রস্নানের পর সাগরকন্যার ঠোঁটে

কবিতার আমলকি ছুঁয়ে দিও কবি,

তোমার পয়ারের তরণী ঠেলে

সান্ধ্যবৃষ্টির জলসায়, শ্রাবণের সাথে সঙ্গতে

আমারো হৃদয় আজ, মেতেছে প্রেমের বন্দিশে

স্মৃতির এক্সপ্রেসে দূরন্ত ক্যালেণ্ডার জুড়ে

মহাকাব্য থেকে মানুষের মিছিলে

মেঘদূতের আনাগোনা শুধু

ঝিরিঝিরি বিরহের

অধরে মহাকালের আদর নিয়ে

১৪২০-র কবিসম্মলেন

 

(২২/০৫/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন