যদি আসো

যদি আসো

 

যদি পারো

হাতে করে এনো একটু ধৈর্য্য

আমার উঠোনে

 

যখন ছায়া তার  দীর্ঘ থেকে দীর্ঘ হতে থাকা

দৈর্ঘ্য নিয়ে ধীরে ধীরে

গলতে থাকবে ঘড়ির কাঁটার উঠোনে.

 

তোমার হাত ঘড়ি

হয়তো উসখুস করবে জীবনের ঠোঁটে,

সময়ের স্বাদে আঙুর ফলও টক,

 

তবু তোমার দৃষ্টি

চোখেমুখে সব ব্যস্ততা  সরিয়ে

স্থিতু হতো যদি ধৈর্য্যে এসে

 

যদি পারো একটু

ধৈর্য্যও এনো তবে

তোমার সাথেই

 

কবে আসছো তবে..........

তুমি?

 

(৩০/০৩/৯০)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন