মৃত্যু দেওয়াল

মৃত্যু দেওয়াল

 

আমিও কিন্তু ভেবেছিলাম

আলাদীনের প্রদীপ শিখা

উস্কে দেবো প্রেমের জোরে

বুকের ভিতর কেউ যদি বা কবর খোঁড়ে,

বোধিবৃক্ষের জন্ম দেব রাখবো ধরে

এমন কথাও ভেবেছিলাম

হৃৎপিণ্ড খুবলে নিলে

হৃদয়খানি দুলবে তবু প্রতিদিনের ক্রশে ঝুলে

 

তার পরেতে যুদ্ধ এল

বর্শা থেকে এটোম বোমা

কুরুক্ষেত্র পথ দেখালো

এথেন্স থেকে হিরোশিমা

 

এখন আমি সক্রেটিসের

বিষ এনেছি

চুমুক দিতে নিজে নিজে

ইতিহাসের দেওয়ালগুলো

দাঁড়িয়ে থাকুক রক্তে ভিজে

 

(২২/০৫/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন