যদিও বসন্ত

যদিও বসন্ত

 

ঝড় থেমে গিয়েছে অনেক দিন, স্থিতু হয়েছে বৃষ্টি

হাড়হিম শীতে বৈরাগ্যের সুতো ছিঁড়ে মাটির বুকে

সিক্ততার ঘাস জুড়ানো ওম

শিকড়ে লেগেছে বিস্ময়

শাখাপ্রশাখা অনন্তকে ছুঁতে চেয়ে ফুলে ফলে

ডালি দিয়েছে ভরে

বিশ্বভরা প্রাণ কলমের নির্ঝরে ঝরিয়ে ব্যাস্ত কবি

শতাব্দীর পর শতাব্দী

প্রথম প্রেমের গল্পটুকু নিয়ে

ফাগুনে পলাশে ঘর বাঁধতে চেয়ে

 

ডানকাটা পরী নয়, হাতকাটা ব্লাউজের নীলে

শরীরের ওম মিলে গেলে বসন্ত নোঙর ফেলে

মিলনের অনেক গভীরে

সুষুপ্তির উন্মন তিমিরে উদ্দীপ্ত তিথির দূয়ারে

অম্লান সূর্য ছেঁকে নিয়ে

এক গণ্ডুষ আদর ঢেলে দিতে

ভীষ্মের শরশয্যা ঠোঁটে

প্রত্যেক শতাব্দীর শেষে

প্রত্যেক শতাব্দীতে

 

(০৫/০৪/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন