ম্যারাথন

ম্যারাথন

 

আজ এই অজগর পুর্ণিমার রাতে

জ্যোৎস্না ছেঁকে ছেঁকে

সূর্যরশ্মিগুলো পরপর

সাজিয়ে রাখছি

শতাব্দীর ক্রমানুসারে

প্রজননের পর্দায়

ডিএনএর ক্রমিক বিন্যাসে

তিমিরবিনাশী কোনো

তিলোত্তমা আলো

খুঁজে পায়নি মনীষীরা

তবুও কত কবিতা ফুরালো

 

নোয়ার নৌকা নিয়ে

অভিসারে বেড়িয়ে রমনী

শব্দের স্তুপে চাপা পড়ে

গেছে কবির ফিসফাস

ধমনীতে তবু শীৎকার

ফালি ফালি রোদের

সংবেদনে

 

সাগরমন্থনের সেই ভয়াবহ রাতে

যোনিসম্ভূতা লেলিহান লোভ

আর ডাকাতিয়া শুক্র

নিষিক্ত হলো আধুনিক ভ্রূণ

কুরুক্ষেত্র থেকে বাগদাদ

মূষলপর্ব থেকে হিরোশিমা

 

অথচ হাতের মুঠোয়

ধরতে চেয়ে অরুন্ধুতী আলো

ধুমকেতুগুলি কেবলি

শহীদ হয়ে এলো

শহীদস্মৃতির ফলক

খুঁজে নিতে এবার ম্যরাথন

 

 (০১/০৫/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন