মোস্ট ওয়ান্টেড

মোস্ট ওয়ান্টেড

 

এখানে সমস্ত কুরুক্ষেত্র প্রান্তরে

কোনো গীতার বাণী নেই

এখানে সারথী আসনে বসেছেন ভণ্ড

শান্তির নোবেল তত্ত্ব নিয়ে

 এখানে সন্ত্রাস রপ্তানি করে ড্রোন ক্ষেপনাস্ত্র ওড়ে

এখানে নিরাপদ দূরত্বে সেনাপতি শান্তির পাঠ দেন

শীততাপ নিয়ন্ত্রিত শ্বেত শুভ্র ঘরে

 

তুমিও যুক্তির কথা বলো না

তুলো না অধিকারের কথা

চেও না ন্যায্য হকের দাবি

ভেবে তোমার সার্বভৌমতা

এখানে সাম্রাজ্যবাদ খনিজ শুঁকে চলে

সন্ত্রাসের গল্প বলে

গোয়েবেলসের কলে

 

তোমার রক্তে আগুন হয়ে নদী

যদি মোহনা পথে চলে----

মোস্ট ওয়ান্টেড লিস্টে

মুণ্ড তোমার

দূরাত্মার ছলে।।

 

 (০৬/০৫/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন