সাদা খামগুলো আজো করে ওড়া উড়ি

সাদা খামগুলো আজো করে ওড়া উড়ি

 

বুকের কপাট হাট খোলা

তবু ছিল, মনের রঙেতে

আকাশ নীলের ঢেউ।

পায়ের চলায় হাইওয়ের যৌবন। হাতের তোড়ায়

বন্ধু ছিল কি কেউ?

 

সেদিন ছিল গোলাপ গোধূলী

বেলা। শিফন শাড়ীতে

আঁচল উড়েছে হাওয়ায়।

পায়ের তলায় রক্তিম

কার্পেট। সময় উজানে

কে যে করেছিল খেলা।

 

সাদা খাম গুলো সাজানো

কথার ঝুড়ি। শব্দের সাথে

হৃদয়ের ওড়া উড়ি।

সব পথ গুলো এলমেলো

বিন্যাসে, সাগর সাগর

কুড়িয়ে গিয়েছে নুড়ি।

 

সিঁড়ির ধাপে কয়েদ

বসিয়ে রেখে, শতকগুলো

জমিয়ে তোলে সোনা।

ঐতিহাসিক মাসিক বেতনে

বাঁচে, সত্যগুলো

যত্নে করে বোনা।

 

তবুও তুমি ম্যানিফেস্টো

হাতে, কতোই বসালে

স্বপ্নের ঘরবাড়ি।

এ পথেই কিনা ক্রমমুক্তি

হবে। হাজার শতক

যুদ্ধের পথ পাড়ি।

 

(২৩/০২/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন