সন্তাপ

সন্তাপ

 

আমাকে আর জাগিও না সবুজ পাতার মতো।

হলুদ পুঁথির মতো বিবর্ণ অক্ষর ঝেরে

চাই না অভিবাদন।

শীতের ফাটা ঠোঁটের ফাঁকে রাখা ব্যাথা বেদনার

হিসাব থাক, তোলা থাক।

সব কথা মেলাতে নেই।

সব কথা ধরতে চাই না আর।

কি হবে দঁড়ি টানাটানিতে?

কোথাও ডুমুর ফুলের গন্ধ প্রেমের বাতাস

যদি নাড়ে, নাড়ুক

তুমি থেকো আকাশকুসুম থেকে দূরে।

বহুদূর হীরেরটুকরো নাড়া নথে

জুড়িগাড়ির দীপাবলীতে।

সেনসেক্সের পিরামিডে ইতিহাসকে তুমিও

হাসতে দেখবে একদিন।

কিছু নদী বুকের ক্ষত জুড়ে

প্রবাদের জন্ম দিলে, বিচূর্ণ হতে চায়

আত্মজ স্মৃতি।

তবু দেখ, রোজকার সূর্য কিভাবে পুড়তে থাকে

নিজস্ব রোদে

তবু দেখ, আহ্লাদে আটখানা পূর্ণিমা; কিভাবে-

পাতানো সম্পদে।

 

(০৭/০৮/২০১৪)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন