সাতকাহন

সাতকাহন

 

কোন আয়নায় নিজেকে দেখা যায় জানা নেই

অনেকটা আবছা অস্পষ্ট ছায়া সঙ্গে সঙ্গে চলে

মুখোমুখি নিভৃত সংলাপে গোলাপ ফোটে না আর

বিশ্বব্যাপী কালের গঞ্জনায়

প্রোলেতারিয়েত ইস্তাহারে আমার নামটাও ওঠে

বিশ্বস্ত ছায়ার দিকে তাকিয়ে ভরসা হয় না

মুখোমুখি সংলাপে গোপন পরামর্শ

রাত্রিকে দিন করে দিনকে রাত্রি

সাদা কালো বয়ানের মাঝে অকাট্য যুক্তিও থাকে

তবুও মসৃণ জীবনের ধারাপাতে মেঘলা মন

ঘাড় গুঁজে বসে জাবর কাটে বুদ্ধং শরনং গচ্ছামি

গচ্ছিত মূলধনে সূদের হার যত বাড়ে

তত মায়াবী ভিড় আমার চারপাশে

দামী আসবাবের মতো নিজেকে সাজিয়ে রখেছি দেখো

দেখো তোমার নাগালের কাছে

 

শুধু অস্পষ্ট আয়নায় পরিচিত সময়

অস্পষ্ট জবানবন্দী দেয় নিভৃতে

 

(২৩/০৭/১২)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন