সঞ্জীবনী সুধা

সঞ্জীবনী সুধা

 

সময়ের সিঁড়িতে দাগ কেটে

রেখে যাওয়া স্বপ্ন সাধ সাধনা,

বিফল রাত্রি নিয়ে মুখে;

সার সার দাঁড়িয়ে আছে

---কবিতার কাছাকাছি

হৃদয়ের কাছে

 

সজীব যৌবন পুড়িয়ে

অভিজ্ঞতার সঞ্জীবনী সুধা

অভিধানে প্রজ্ঞা হতে পারে;

চোরাবালির গল্প বেঁধে গানে

তাই স্বপ্নের উড়ান

ফসলের টানে

 

শব্দের কানে কানে কবি

দুর্বিনীত নিশীথে ডুব দিয়ে

দেখে, ঐতিহ্য ঐশ্বর্য্য

ঐকতান নয় এই পৃথিবীর

আসন সজ্জায় এসে

গোঁজামিলে সুসভ্য রজনী

নয়তো শুধুই খুনোখুনি

 

(১৩/০৫/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন