সময়ের তীব্র সংঘটনে

সময়ের তীব্র সংঘটনে

 

জানিয়ে রাখা ভালো,

আমি তোমার মতো নই

আমার বৃষ্টিদিন গুলো আজকাল কাদা হয়ে ওঠে

স্যাঁতস্যাঁতে বুকের উঠানে

জমিয়ে রাখা বিষাদ আর কষ্টের কফ

বুড়ী দিদিমার মতো স্মৃতির খুঁটিতে বেঁধে রাখে

যাবতীয় বিলাপ

তুমি আঁতকে উঠতে পারো

সে দৃশ্যকল্পের ভাঙ্গা সেতারে

তারে তারে উলঙ্গ যন্ত্রণার আর ক্ষোভের ককটেলে

না সে সব কথা থাক

বরং বলো তোমার বুকের উজানে

উৎসবের আমেজে আজ

সময়ের মেজাজ বুঝে নিয়ে

কজন পারে ডুব সাঁতার দিতে ফিনিশিং ফিতেতে

যারা জানে এক্কা দোক্কা খেলার রীতি

খেলতে খেলতে হাসতে হাসতে

যারা পারে বুড়ো আঙুল দেখাতে

রীতির মুখে আড়ালে আবডালে

 

জানিয়ে রাখা ভালো

আমি তাদের মতো নই

অপটু ছন্দের কারিগরের মতো

জীবনের শব্দে বেআব্রু আঁকিবুঁকি

আমিও তো ঢাকতে পারিনি

ভাঙ্গা পাড়ের মতো কেবলই ভেঙ্গেছে

দুমড়ে মুচড়ে যাবতীয় অক্ষর

তুমি আঁতকে উঠতে পারো

সে দৃশ্যকল্পের বিবর্ণ তুলিতে

আঁচড়ে আঁচড়ে ক্ষতবিক্ষত রঙের প্রলেপে

না সে সব কথা থাক

বরং বল তোমার চোখের কাজলে

উৎসবের মেজাজে আজ

পিরিতের আমেজ বুঝে নিয়ে

কজন পারে আত্মজীবনী লিখতে রঙিন কালিতে

যারা জানে গোলটেবিল বৈঠকের রীতি

কথায় কথায় হাসতে হাসতে

যারা পারে ঠুকরে ঠুকরে ঠুকে দিতে

যাবতীয় রীতি পদ্ধতি …………

 

(২৪-০১-২০১৭)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন