সাতটি তারার তিমিরে

সাতটি তারার তিমিরে

 

শস্যের গন্ধ নিয়ে বৃষ্টি নেমেছিল একদিন

দূর্বা ঘাসের জমাটি আসরে

অমাবস্যার গাঢ় অন্ধকারে তুমি বুঝতে পারো নি

সেদিন

তারপর যতবার দেখা হয়েছে খরায় পুড়েছে সারা দেশ

খবরে প্রকাশ সেরকমই

 

মাটির ভাঁজে ভাঁজে আজ তোমার সংশয়

উদাসীনতা হয়ে বালি মুখে ঢেকেছে সংসার

সাতটি তারার তিমির

ধ্রুবতারাকে সাক্ষী রেখে

পৃথিবী দিকে তাকিয়ে হতবাক

 

মুষলধারে বৃষ্টির কিংবদন্তী থেকে কয়েকটা অধ্যায়

টুকে নিলে

ফসল পাড় শাড়ীতে তোমায় মানিয়ে যায়

সেদিন অঝর বৃষ্টি নামলে

ভিজিয়ে নিও তোমার সব সঞ্চয়

বৃষ্টি ভেজা সন্ধ্যার সেই আদরে

 

সেদিন বাংলার নবান্নে ফুল্লরা হাসি

আমরাও উৎসব বসাবো কয়েক ঘর

 

ধ্রুবতারাকে সাক্ষী রেখে

সাতটি তারার তিমিরে

 

(৩১/০৭/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন