সর্ষেফুল

সর্ষেফুল

 

আমরা বলে ছিলাম ঝলসানো রুটির গল্প।

অমাবস্যার রাতের দৃষ্টিভ্রম।

মতিভ্রম না হলেও বিভ্রম লেগেছিল চোখে।

সবুজ মাটির মতো অকৃপন পুষ্টির জন্য।

বদ্ধমুষ্ঠির ভিতে ঝুরঝুরে স্লোগান।

 

ভিনদেশী পুঁথির অক্ষর ঝেরেঝুরে

ছাইচাপা থাকে না রক্তের দাগ।

তর্কে বহুদূর ছুটেও লাটিমের মতো আমরা সবাই।

সুখের সাথে দুদন্ড সহবাসের পাকে -

স্বপ্নের জ্বালানীর মূল্যে রোজকার ঘাম।

 

সঞ্চয়ের আঁতুরঘরের লাইন দীর্ঘ হয় না জেনে

সঙ্ঘশক্তির কাছে নতজানু আজ সবকিছু।

বোমারু বিমানের কেরামতির কাছে চিরঘুমে শান্ত

-মার্কস থেকে বিপ্লবী বুদ্ধ কনফুসিয়াস যীশু!

এবং সর্ষেফুল!

 

(১৯/০৮/২০১৪)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন