নন্দিত নরকে

 

নন্দিত নরকে


আজকের শিরোনাম সংবাদে

তোমার খবর উড়ে এলো।

উড়ো খবর হয়তো নয়।

সমুদ্রের নীল ঢেউয়ে তোমার শরীরের বিভা

পৃথিবীকে এনে দিয়েছে সৌন্দর্য্যের শ্রেষ্ঠ শিরোপা।

অন্ধকার আলো অন্ধকারে

জোনাকির প্রাণের দ্যূতি

তোমার শোভায় আশার বাণী দিল জ্বেলে,

এমনই সংবাদ এনে দিল আকাশের রঙ।

আমি কিন্তু আমার শরীরী দ্বন্দ নিয়ে আছি তো সংশয়ে।

 

তবুও সমস্ত মৃতদেহ বুকে

ঘর করে যে মায়াবী বাতাস।

তোমার সংবাদে তার বুকেও

জেগেছে প্রত্যয়।

এই ছবির মোহ ছেড়ে ধ্যানে বসেছে

আমাদের অপাঙতেও নিস্তব্ধ নিরাকার সময়।

 

এদিকে সংবাদ শিরোনামে

তোমার বিভঙ্গে মেতেছে

কামনা, নিসঙ্গ মধ্যাহ্নের

উত্তপ্ত প্রহরে। নির্জন ঘরে।

 

(৩১/০৫/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন