ধূসর পাণ্ডুলিপি

 

ধূসর পাণ্ডুলিপি

 

নদীর জলে, কলসি দড়ি

মানুষের এক পোয়া স্বপ্নমাখা

সন্ধ্যা এসেছে আজ

জানি না কি কাজ বাকি আছে আর।

স্বপ্ন পূরণের চাবি সাফল্যের খোলা তালায়

অট্টহাস্যে কেড়েছে পড়শির ঘুম।

বিজয়মাল্যের লেলিহান খ্যাতি

প্রশস্তির চার মিনারে ঘিরেছ পিতৃদত্ত নাম।

তবে কেন সন্ধ্যার বাতাসে এ আর্তনাদ।

 

কালপুরুষের রাতে অমাবস্যার অভিসার,

সেও যথাবিধি সেরেছে উপাচার

বংশ পরম্পরায় স্মৃতির মাদুরে

কিংবদন্তীর নকশা হয়েছে উজ্জ্বল উজ্জ্বলতর।

তবু নয়নাভিরাম এ জীবন

কেন আরশিতে এত ম্রিয়মান।

 

এ পৃথিবীর ক্যানভাসে সময়ের সীমানা আছে

বিবর্ণ রঙের গল্পে তাই কিংবদন্তীও ম্লান হয়ে যায়

ভাঙা থাম পাথর বুকে পড়ে থাকে

মহেঞ্জোদরো হরপ্পায় নাগাসাকি হিরোশিমায়

 

 (১৯/০৩/১২)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন