নবান্নের গান

 

নবান্নের গান

 

যন্ত্রণার ঝিনুকে মুক্তোর মতো ভালোবাসা ছড়িয়ে রেখেছি।

হে অরণ্য আমার দুচোখে রামধনু ফোটার দিনে,

সমস্ত সবুজ ভোরের শিশিরে ভিজতে দিও।

অন্তহীন নির্জনতার বিজন বাসরে দেখ

আমার শিকড়ে কেমন শুদ্ধতার সাধনা।

বোমারু বিমানের ঝাঁক তোমার বুকে হয়ত

দগ্ধ দহন পোড়াবে

তবুও এ মাটি আজও সূর্যে সূর্যে চলে।

বৃষ্টিস্তনী মেঘের কাছে নারীর ভালোবাসা আছে।

বোমারু বিমানের নিশান কিছুই তো নয় তার কাছে।

 

রাষ্ট্রসঙ্ঘের আষাঢ়ে গল্পে যত ভিড় বাড়বে ততই

হে অরণ্য,

দাবানলের সমস্ত ক্ষত ধুয়ে যেতে হবে একদিন।

আমার শরীর ডিনামাইট হলে জেনো

নারীর বুকে আবার আপেল ফলবে।

ভোরের সূর্য গোপন ইস্তাহারে যতই

আগুন জ্বলবে-নবান্নের এই সংগ্রাম

ঠিক চলবে।

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন