দেওয়াললিখন

 

দেওয়াললিখন

 

প্রসাদভোগী বুদ্ধিজীবি বদহজম কি হচ্ছে না?

হোককলরব ঢেউযের দোলায় অসাড় পা কি নড়ছে না?

নিভিয়ে আলো পিটিয়ে পুলিশ ঢাকতে চটি পারল কই?

বিশ্বজুড়ে হচ্ছে ছি ছি! হোক কলরব উঠছে ঐ!

বঙ্গ জুড়ে বুদ্ধিজীবি রঙ পালটে নাচছো তাও!

বুদ্ধি বিবেক বিসর্জনে কার আঁচলে মুখ লুকাও?

মোমবাতি সব পুড়ল বেবাক পরিবর্তন আসল কই?

তোমরা যারা বঙ্গভূষণ, দলতন্ত্রের ঝাঁকের কই!

লোক ঠকানো লক্ষ টাকায় চৌদ্দো পুরুষ গুছিয়ে নাও-

ধর্মের কল নড়বে যেদিন, বলবে কিন্তু তফাৎ যাও।

 

দুকান কেটে ভাবছো যদি, নেই তো কোনো নীতির দায়!

ইতিহাসের কুলোর বাতাস রয়েছে তোমার অপেক্ষায়।

নীল মেখেছ সাদা মেখেছ, শাল পেয়েছো নিজের গায়,

লাল বাতিতে চড়ছো গাড়ি, ভাবছ তুমি অমরায়!

বুদ্ধিজীবি বেচছো বিবেক, ঢাল করেছো আঁচলকে।

টের পাও না! সরছে মাটি, দেওয়াল লিখন লিখছে কে!!

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন