দেওয়াল

 

দেওয়াল

 

এইখানে আর রাজপথ নাই

অভিশাপের দেওয়াল উঠেছে খাঁড়া

করোটিতে রৌদ্র দগ্ধ দিন

শিকড় ধরে দিল প্রবল নাড়া

 

মায়ামৃগের স্বপ্ন ছেঁচে রোজ

দিন রাত্রির উথাল পাতাল খোঁজ

স্নায়ু শিরার কণ্টকিত পথে

ছুটতে ছুটতে উঠতে হবে রথে

 

তবুও আমার শরীর জুড়ে ঘাম

জুড়িয়ে ছিল তোমার শুভ নাম

পথের মাঝে পথ হারানোর গ্লানি

নষ্ট রাতের ব্যর্থ মিলন খানি

 

সাত সমুদ্র তেরো নদীর পথে

মাইল মাইল দেওয়াল জোড়া ভ্রম

নয়তো যীশু সে ই কি ঝোলে ক্রুশে?

ম্যানহাটন এর এটোম কার্যক্রম

 

(০২/০৫/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন