দূরত্ব কত নিকটে

 

দূরত্ব কত নিকটে

 

পঁচিশ বছর পর

অনেকটা সময় চলে গেল তোমার আমার....

কিছুটা মেদ জমেছে চর্বিতে

কিছুটা ব্যালেন্স বেড়েছে ডিপোজিটে

দৃষ্টিতে উঠেছে বাইফোকাল

অনেকটা দেখা যায় এখন

শুধু শিহরণ গেছে কমে

হাসিতে ঝুলিয়ে অভিজ্ঞতার ব্যানার

আমাদের গতি হয়েছে মন্থর

 তবে স্থিতপ্রাজ্ঞ অনেক এখন সময় মূল্যবান

হাতঘড়িতেই বাস

 

পঁচিশ বছর পর তোমাকে অনেক স্পষ্ট পড়তে পারি এখন

নিজেকে জেনেছি যে অনেক দেখে

আজ ধর হয়ত দেখা হয়ে গেল কোথাও তোমার আমার?

জানি অপ্রস্তুত হব না দুজনে

যে হাসিটা দিয়ে নিজেদের আড়াল করব,

সেটা মহার্ঘ্য হলেও

দুর্মূল্য নয়

অনেক অমূল্য সঞ্চয় অর্জিত আমাদের বিপ্রতীপ পথে

পঁচিশ বছর ধরে

 

(২০/০৮/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন