নথিপত্র ১

 

নথিপত্র ১

 

কবিদের বুঝি মুখ খুলতে নেই।

কবিদের কথা মনে মনে

নাগরিক মধ্যাহ্ন ঝুলে থাকে যখন

কপালের ভাঁজে,

ব্যাস্ত হাসির বিন্দু বিন্দু ঘাম

পাল তুললে কবিদের ডাক পড়ে

মধ্যরাতের আড়ালে।

শব্দের দুটুকরো মায়াবী মিছিলে

কখনো আমরা পাশাপাশি মুখোমুখি হই।

সাদা পাতার ধোঁয়াটে কবিতারা বাক্যবন্ধনে

নেমে আসতে চায় যেন হাঁড়ির খবরে।

 

সমস্ত কাঁটাতারের বিরুদ্ধে

শেষমেশ কবিতাই লড়ে যেতে পারে।

গড়ে তোলে মানবিক প্রতিরোধ,

কামান দাগার জবাবে কবিতাই মন্ত্র।

মন্ত্রই মানবিক প্রত্যয়ের গল্প।

 

কবিদের কথা বলতে নেই।

জ্যোৎস্নার কাজ আঁধারে।

নিবিড়তা অম্লান রাখুক

কবিদের আলো।

সূর্য আরো রোদ হয়ে উঠুক তাতে।

 

 (০৯/০৭/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন