জলঝর্ণার ধ্বনি

  

 

জলঝর্ণার ধ্বনি

 

সপ্তর্ষিরাতের সিম্ফোনী তোমাকে ডাকলে-

একান্ত দর্পনের আদরে আমাকে পেতে পারো।

আদিগন্ত সবুজ যেন তোমার নাভিমূলে

শস্যমুখ সূর্যের প্রত্যয়ে উষ্ণতার ছবি আঁকে

শ্রাবণের বাঁশিতে।

চিরঞ্জীব সুধা ধারণ করেছে

গোটা পৃথিবী, আঁচলে তোমার।

ভালোবাসা ঝর্ণা হলে অরুন্ধতী আদরে

অধরের ক্যানভাসে প্রেমের মোমবাতি জ্বলে।

ছায়াপথের জোনাকিরা হয়তো বা হরপ্পা মহেঞ্জোদরোর রাতেও

সঙ্গম সুড়ঙ্গে পৃথিবীকে নবীন করতে পারে তোমার ইশারায়।

তোমার নূপুরে পক্ষীরাজের গল্পে

যত রাজকুমার সওয়ার হল এযাবৎ,

তাদের চেতনার রঙে তুমি না পান্না- না চুনী,

না মেনকা- না উর্বসী।

শুধু বনলতা সেনের মত পৃথিবীর শেষ ঠিকানা।

পাখির নীড়ের মতো নয় শুধু

জলঝর্ণার ধ্বনির মত তুমি।

 

(০১/০৬/১৩)

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন