চোরাবালি

  

চোরাবালি

 

যেখানেই দাঁড়াই

পায়ের তলার চোরাবালিতে দৃষ্টি যায় আটকিয়ে।

দূর্বোধ্য যুক্তিগুলো দিয়ে অজুহাত বুনতে থাকি।

খাপছাড়া এলোমেলো দূর্বল জোড়াতালি

বিশ্বাসের আরোকে তবু মতবাদ লিখতে হয়।

প্রচারের আলো হাপিত্যেশ করে বসে থাকে

গজদন্তমিনারে।

মন্দিরের চূড়ো থেকে মেহনতী মানুষের ম্যানুফেস্টে

দরবারি কানাড়া থেকে নিরাপত্তা পরিষদের সনদে

মতবাদের খসড়া তৈরী হয়।

তারপর ধোলাই যন্ত্র

ও বিবিধ টোটকা।

পিরামিড থেকে তাজমহল

আইফেল থেকে টুইন টাওয়ারে

আভিজাত্য ঠিকরাতে থাকে।

ইতিহাসের খেরোর খাতায়

মহাপুরুষদের গতিবিধি

বৃথাই ভরসা দেয় আলোকের।

যেখানেই দাঁড়াই

সীমাহীন বিরুদ্ধ স্রোতের গড্ডালিকায়:

পায়ের তলায় নিজস্ব

একটু মাটি থাক সঞ্চয়।।

 

 (০৬/০৪/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন