জন্মের আগে

  

জন্মের আগে

 

নক্ষত্রের আলো ধরে ধরে

বার বার ফিরেছি

উকিঁ দিয়ে দেখে নিয়েছি

শতাব্দীর গর্ভে সূর্যের অস্তাচল।

নিপুণ চিত্রকরের তুলির মোচড়ের মতো।

 

কৃষ্ণগহ্বরের নাগাল এড়িয়ে

হয়ত শেষবারের মতো

গোধূলির সরল আলোয়

রাত ঠেকিয়ে রাখতে পারতো

তোমার চকিত চুম্বন

কবির মগ্নতার মতো।

 

এই পৃথিবী ততটাই ভালো

যতটা আমাদের হৃদয়

তৃষ্ণার জলে ঢেলে রাখে

আকাশের মুক্তি

বাতাসের গান।

নবজাতকের জন্মের আগে

সুস্থ হোক সব অভিমান।

 

(২৬/০৪/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন