জলঝর্ণার শব্দের ভিতর

 

 

 জলঝর্ণার শব্দের ভিতর

 

নির্মল চুম্বনের ভিতর যে শুশ্রূষার রামধনু জাগে

সেই স্বাদ বুকে নিয়ে হয়তো অনেক হৃদয়।

আহত নিহত ক্ষতবিক্ষত

কবিতার লাইনে উপুর হয়ে পড়ে থাকে।

পার্থিব গল্পের গর্ভগৃহে

এখনো অমৃতমন্থন চলছে

কত বৃদ্ধ নক্ষত্র ধৈর্য্য হারালো।

ছায়াপথ কুষ্ণগহ্বরে আরও ধূসর হলো।

শুভ্র আগুনে স্বপ্ন ছেঁকে নিয়ে

দীর্ঘজীবী বিপ্লব তবু ক্ষণজীবী হল।

সমস্ত দিন তবু এইসব রাত্রির জন্মের ভিতর

এখনো নারীর বুকে পিপাসা সেধেছে।

অমৃতকুম্ভের তীর্থে ক্লান্ত যাত্রিকের পায়ে

এখনও জননী মানে স্নেহ। নারীর মানে শুশ্রূষা।

সাগরের জল নীলিমা হতে চেয়ে

ঢেউ গুনছে মানবের।

অমৃতস্রাবের রাতে

শুভ্র নবজাতকের শিয়রে

মানুষ মানব হবে।

রক্তের অক্ষরে বিন্দু বিন্দু প্রেমে।

 

(১৬/১০/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন