জবানবন্দি

  

জবানবন্দি

 

যা কিছু আমার জমিয়ে রাখা চিত্ত বিত্ত নারীর সুখ

যা কিছু নিজের দেখেছি ছুঁয়ে মান অভিমান ইদুঁর দৌড়

যা কিছু তোমায় করছি শপথ

প্রেম ভালোবাসা ভাত কাপড়

যা কিছু তোমায় দিয়েছি ভরে

অসহ্য সুখ রাত দুপুর

 

সমস্ত ঐ আমিটুকু নিয়ে

ধরে রাখা এই অহংকার

ঈশ্বরে আর আশ্রয়ে

তাই পুরুষার্থ বারংবার

 

যা কিছু তোমার জমিয়ে রাখো শরীর মনের তিতিক্ষা

যা কিছু তোমার অঞ্জলি দাও হৃদয় সুধা প্রতীক্ষা

যা কিছু আমার করেছ আপন স্বপ্ন সাধ অনিমিখ

যা কিছু আমার হয়েছে ঋদ্ধ

অবচেতনের চতুর্দিক

 

সমস্ত ঐ তুমিটুকু দিয়ে

অনাদী এবং অনন্ত

মমত্ব আর ভালোবাসাতেই

নারীর মর্ম একান্ত

 

(২৮/০৩/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন