চেনা না চেনার গল্প

  

চেনা না চেনার গল্প

 

তুমি কি পেরেছো চিনতে

এলোমেলে শব্দের বিন্যাসে

লেখকের রঙ?

কমা সেমিকলন ড্যাসের সাজানো বাগানের

বিস্ময়ের ভিতর।

আকাশের নীল যার চোখের আঁধার,

উচ্চারণে বারাবার তোমার নাম।

 

স্মৃতির জড়তায় দহন তীব্র জটের বিবস্ত্র মিছিলে।

তুমি কি দাঁড়িয়েছো জানলায়

অলস পায়ে নিভন্ত দিনে।

যে জানলার ধারে

স্বপ্ন আর হারানো ঠিকানারা খেলা করে যায়

ইতিহাসই বহন করে জানি ইতিহাসের ভার।

তুমি কি নিয়েছো হাতে

রোজকার পরিচিত চেনা আয়না তুলে

 

মুহূর্তের মুহূর্ত গলে...

যখন আগুন নেভে আর এশট্রেতে ছাই

নিবিড় সন্ধ্যায় বনলতা সেন

আর আকাশ ঝলসানো রুটি পোড়া ছাই?

 

তুমি কি পরেছো চিনতে

এই এলোমেলো বয়সের পাড়ে লেখকের ঢং।

 

(২৩/১২/৯০)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন