জনান্তিকে

  

জনান্তিকে

 

নিজের সাথে কিছুক্ষণ

আড়ালে আবডালে যথকিঞ্চিৎ।

আলোর ফ্রেম থেকে উত্তাপ খুলে নিয়ে

দেখি হৃদয়ে দুলছে হাড়গোড় শুধু, নির্বাক কঙ্কালে।

বাক্যগুলোর মুখরতা ধুয়ে নিলে কিছুটা সততায়,

কেবলই অনৃত ভাষণের পাহাড় জমে যায়।

সযতন হাসির প্রসাধন

পিছনে অহংটুকু নিয়ে দাঁড়িয়ে মঞ্চের ফোকাসে কেবলি।

ভালোবাসার ডায়রীতে  রাত নামলে আঁধারে,

সবটাই প্রেম থাকে না আর।

অথচ সূর্য ছিল আলোকিত।

বাতাসে জীবনদায়ী শ্বাস।

জলের বিন্দুতে উচ্ছ্বসিত প্রাণ।

আমাদের মাটির উন্মুখে

সৃষ্টির নির্মলতা নিয়ে

রোজকার সবুজ।

আর ছিলাম তুমি আমি

আমি তুমি মুখোমুখি

পরস্পর পরিসরে।

(১৩/১০/১২)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন