জরিপ

  

জরিপ

 

ভালো!

এক কপাল ঘাম নিয়ে

যৌবনস্মৃতি চোখের ব্যস্ততা পেড়িয়েও জানতে চাইল

মাধবী.--- সচল বাসের লেডিজ সীট থেকে

পার্শ্বচাপ কাটাতে কাটাতে সামাজিক হাসিতে উৎফুল্ল হই

বাসের ঝাঁকুনিতে ঘাড় নারি হাসির সমর্থনে

 

তারপর!

কী খবর!

ধ্বনি আর প্রতিধ্বনি!

 

বেশ আছ।

উত্তর সমর্থিত হয়ে ঘোরে দৃষ্টি হাঁটা চলা করে

জরিপের ফিতে হাতে করে দৃশ্য থেকে অদৃশ্যে

পথ হারাই হিসেবের গড়মিল?

 

-যাই

মৃদু হাসি ফেলে পথ করে নেয় মাধবী

জমাট ভীরের ভেতর

সচল জানলায় দ্রুত সরে যায় শেষ ছবি

 

আসপাশের সরস চোখের বেড়া ডিঙ্গিয়ে

পুরানো ক্যালেন্ডার.....কত দিন বাদ।।

 

স্টপেজ না আসা পর্য্যন্ত

...... নিশ্চিন্ত…..

 

(০২/১১/১১)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন