জন্মান্তরের পথিক

 

জন্মান্তরের পথিক

 

জন্মান্তর থেকে কোনো এক মধ্যরাতের বাঁশিতে

মৃত হাড়গোড় ফসিলে উত্তজনার অনুভবে

খান কয়েক অতীতের আমি

জ্যোৎস্নার আলো গুনে গুনে

আমার জংশনে।

 

গুঁড়ো গুঁড়ো হলুদ নিউজপ্রিন্ট বিবর্ণ হেডলাইনস

বমি করে দিয়ে গেল সেই সাথে।

সাম্রাজ্যের পতনের পর

তবুও ইতিহাসের দালানে বট অশ্বত্থর শিকড়।

প্রত্যয়ে দৃঢ়।

মাটির ছন্দের টুং টাং ছড়িয়ে দিতে সবুজের অবুঝ আনন্দে।

 

আনন্দী ঘাস দূর্বা দূর্বা

পায়ে আমার শরীরে ধীরে ধীরে

বাংলার প্রান্তর যেন।

 

জন্মান্তরের পথিক

নিরাময় হাত দুটো মুঠো খুলে বাড়িয়ে ধরে

অতীত আমিগুলোর দিকে।

সামনে এই বাংলা

আলোকবর্ষ ব্যাপী মৃত হাড়গোর পাঁজরে

আরও এক বিপ্লবের অঙ্গীকারে।

 

(২৪/০৫/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন