শিরোনামে একুশ শতক

শিরোনামে একুশ শতক

 

শিকড় ওপড়ানো বিকেলে ঝুরঝুরে শিকড়ের সাথে

মুখোমুখি সংলাপ।

 

দোয়েলের শীর্ষে

কুরুক্ষেত্র থেকে মহাপ্রস্থানের আজান।

 

বিশ্বশান্তির পাকাধানে নিরাপত্তা পরিষদে

পতুলনাচের ইতিকথা।

 

লাইন অফ কন্ট্রলে প্রাতরাশের টেবিলে বুলেটের ধোঁয়া

হাঁফিয়ে উঠলেও ইদানিং।

 

বিপননে ব্যাস্ত সময়

মেধা আর শ্রম ককটেলে হৃদপিণ্ডে অসাড় কণ্ঠ।

 

ওয়াল স্ট্রীটে ক্লাস নিচ্ছেন জ্যাঠামশাই।

সর্বত্র সজাগ সতর্কতা।

 

কথামালা বোধোদয় গড়িয়ে

সান্ধ্যসোপে সজ্জিত গৃহ। জীবন বিমার স্কীম।

 

বিপ্লব ছেঁকে নিয়ে

হীরকের রাজা ভগবান। যা শোনাবেন তাই গান।

 

বিপ্রতীপে মুখর হলে মূর্খ  তার কাঁটা বর্ডারে পায়ের তলায়

নোম্যান্স ল্যাণ্ড এসে জমে

 

(১০/০৪/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন