শিরোনামের আড়ালে

শিরোনামের আড়ালে

 

আমি আর তুমি আমরা সবাই

রাত্রি আর দিন সকাল সন্ধ্যায়

দেওয়ালে টাঙানো ইচ্ছে রঙিন সুতো

ঝোলানো আত্মপ্রবঞ্চনা আর বাদুড় ঝোলা.

আত্মনির্মাণের সিঁড়িতে পা ডোবেনা কারোর

এক পা দু পা

আত্মপ্রচারের পাঠশালায় নাম লেখানো

এই পৃথিবী ঠিক ততটাই ভালো যতটা হাততালি

তোমার কথায়

যতটা মিছিল আমার পেছনে

এ কথা যথেষ্ট নয় কতটা হৃদয়

এ কথা যথেষ্ট নয় কতটা সময়

দিতে পারি, দিতে চাই।

কতটা রঙিন হলো তোমার দিন

কতটা টপকালে সিঁড়ি বাধাহীন

 বড় কথা

তবুও স্ট্যাটাস দেখো

নীতি কথা খোদাইয়ের আত্মরতি

ও দিকে

প্রচারের আলোয় ভালোমানুষী মুখোশের

অবাধ গতি

এই তো গল্প! স্বল্প কথায় বন্ধু

অতি সম্প্রতি তোমার আমার

 

(০৭/০৩/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন