শুধু এই চঞ্চলতা

শুধু এই চঞ্চলতা

 

কেন পান্থ এ চঞ্চলতা

আজি শ্রাবণঘনগহন মোহে

দিয়ে গেল কি কেউ

মৌনমুখর মনে শতেক ব্যাথা?

 

কেন পান্থ এ চঞ্চলতা

এসেছিল তবু কি আসে নাই

বিন্দু বিন্দু চরণ চিহ্নে ফেলে

চলে যাওয়া সে উদাসীনতা?

 

কেন পান্থ এ চঞ্চলতা

ঝড়ের রাতের হৃদয় অভিসারিকা,

ছলছল নদীধারা নিবিড় ছায়ায়-

প্রদীপ নিভাল কেন তন্দ্রাগতা?

 

পথিকবিহীন পথের ধারে

আজি শ্রাবণনিশীথ বর্ষাহারা,

মর্মরমুখরিত মৃদুপবনে

ক্লান্ত পান্থ আজি সঙ্গীহারা

 

বিদায় বিষাদে উদাসমত

বিরহবিশঙ্কিত করুণ কথা

ব্যর্থ শূন্য নিয়ে প্রতীক্ষা রত

ক্লান্ত পান্থ তার চঞ্চলতা

 

তিমিরনিবিড় হৃদয় হুতাশে

বিদ্যুৎ শিখা জ্বালো

হৃদয়মন্দ্রিত মিলনস্বপ্নে তবু

(পান্থ) এ চঞ্চলতা ভালো

 

(০৪/১০/১২)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন