শরীর জুড়ে ইস্তাহার

শরীর জুড়ে ইস্তাহার

 

শূন্য পেগভর্ত্তি নিঃস্ব আকাশ জুড়ে

নিঃসঙ্গ টেবিলল্যাম্প

স্মৃতির চারমিনারে

শরশয্যায়

 

শপথের সিন্দুক জুড়ে

সময়ের কীটে কুট কুট করে

কেটে গেছে বাঁধানো এস এম এস

এন্টিভাইরাসের দূর্গে তছনছ ইমেইল

ব্যাকআপ ফাইলে অট্টহাসির তর্জ্জনী

 

তবু সকালের রোদ

হামাগুড়ি দিলে অনভ্যস্ত চুম্বনে

ডানা মেলে বসতে চায়

দূরন্ত প্রজাপতি

 

সাত সমুদ্র তেরো নদীর দেওয়াল

পেড়িয়ে পক্ষীরাজ

ছুটে গেলে, তেপান্তরের

মাঠে দম নেয় সফেন বিশ্বাস

 

শিলালিপি জুড়ে

গ্রানাইট পাললিকে পলির অন্বয়

তুষারপাত কিংবা মরুঝড় নয়

ঘূণ পোকার অদম্য খেয়ালে

এখানে চৌষট্টি খোপে

কেবলই কিস্তিমাতের আসর

 

তবুও আবারো

এবার নতুন ইস্তাহারে

শুধু আমারই ইশারা এঁকে যেতে চাই

 

(১২/০৪/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন